৩০ এপ্রিল ২০২১, ২১:০৭

বাংলাদেশসহ দ. এশিয়ার ৪ দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে সিঙ্গাপুর

রোববার থেকে বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশের যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দিল সিঙ্গাপুর  © ফাইল ফটো

আগামী পরশু রোববার থেকে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতা স্বরূপ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুর সরকার। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দীর্ঘ ও স্বল্প মেয়াদের ভিসাধারীদের বেলায় এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে প্রবেশের আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আগে থেকে অনুমতি নিয়ে রাখলেও সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন : সব ভর্তি পরীক্ষার দিনক্ষণ পেছানো হতে পারে, ৫ মে বৈঠক

এর আগেই ভারত থেকে যাওয়া যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সিঙ্গাপুর। ভারত বর্তমানে করোনাভাইরাসের আঘাতে বিশ্বের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। দেশটির চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।