৩০ এপ্রিল ২০২১, ২০:৪৯

ভারতের পশ্চিমবঙ্গে অনির্দিষ্টকালের জন্য আংশিক ‘লকডাউন’

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের আমেজ শেষ হওয়ার পরই এল বিধিনিষেধের নির্দেশনা  © ফাইল ফটো

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কয়েকদিন ধরেই আলোচনায় ছিল লকডাউন। নির্বাচনের আমেজে জীবন অনেকটা স্বাভাবিকই দেখাচ্ছিল। তবে এবার পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল,  শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে অনির্দিষ্টকালের জন্য সমস্ত সিনেমা হল, শপিংমল, বিউটি পার্লার, রেস্তোরাঁ, বার, ক্রীড়াঙ্গন, জিম, স্পা এবং সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রাখতে হবে।

অফিসিয়ালি লকডাউন বলা হচ্ছে না। তবে এই নির্দেশিকার মাধ্যমে সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, স্বাভাবিক জীবনযাত্রার ওপরে এখন অনেক বিধিনিষেধ চালু করা হলো।

জানানো হয়েছে, ওষুধ বা মুদির দোকান খোলা থাকলেও অন্যান্য দোকানপাট এবং বাজার সকাল এবং বিকেলে কিছুক্ষণের জন্য খোলা রাখা যাবে। সামাজিক এবং সাংস্কৃতিক সব অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। এই নির্দেশের অন্যথা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : কম সংক্রমিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আলোচনা চলছে

ধারণা করা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্যটিতে ২ মে নির্বাচনের ফলাফলের পর আরও বেশি কড়াকড়ি আরোপ করা হতে পারে। প্রয়োজন হলে সংক্রমণের শৃঙ্খল ভাঙার জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হতে পারে। বাজার-হাট শুধুমাত্র খোলা থাকবে সকালে ৭টা থেকে ১০ পর্যন্ত এবং বিকেলে ৩টা থেকে ৫টা পর্যন্ত। যদিও ওষুধের দোকান এবং মুদির দোকানের মতো জরুরি পরিষেবা এই নির্দেশিকার আওতার বাইরে থাকছে। অনেককিছু বন্ধ থাকলেও, হোম ডেলিভারি এবং অনলাইন পরিষেবা চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে।