উপহার বাগাতে একসঙ্গে ৩৫ নারীর সঙ্গে প্রেম
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১১:১৯ AM , আপডেট: ২৬ এপ্রিল ২০২১, ১১:২৫ AM
নারী-পুরুষের সম্পর্ক চিরন্তন। একে অপরের প্রতি ভালো লাগা থেকে শুরু হয় এই সম্পর্কের। তবে এর ব্যতিক্রমও রয়েছে। জাপানি নাগরিক তাকাশি মিয়াগাওয়া একসঙ্গে ৩৫ নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তার উদ্দেশ্য হচ্ছে ওই নারীদের কাছ থেকে জন্মদিনের উপহার বাগানো। কিন্তু শেষ রক্ষা হয়নি তাকাশির। অবশেষে তার প্রতারণা ধরে ফেলেন প্রেমিকারা। জোট বেঁধে পুলিশের কাছে অভিযোগও দেন তারা। ফাঁস করে দেন তাকাশির প্রতারণার কৌশল।
জাপানের সংবাদ পোর্টাল দ্য টোকিও রিপোর্টারের বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনের এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটি জানায়, ৩৯ বছর বয়সী তাকাশি জাপানের দক্ষিণাঞ্চলের কানসাই অঞ্চলে খণ্ডকালীন বিপণনকর্মী। তিনি বছরজুড়ে প্রেমিকাদের কাছ থেকে জন্মদিনের নাম করে দামি উপহার পাওয়ার আশায় ৩৫ জনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছিলেন। তার প্রকৃত জন্মদিন ১৩ নভেম্বর। তবে প্রতারণার কৌশল হিসেবে একেকজনকে একেক জন্মদিনের কথা বলতেন এবং দামি উপহার নিতেন।
তিনি এক নারীর কাছে বলেন, তার জন্মদিন ২২ ফেব্রুয়ারি। আরেকজনকে বলেন জুলাই মাসের কথা। তৃতীয় একজনকে বলেছেন এপ্রিল মাসে জন্মদিনের কথা।
টোকিও রিপোর্টারের তথ্য অনুযায়ী, শাওয়ারের বিভিন্ন পণ্য বিক্রি করার সময় বিভিন্ন ধরনের মার্কেটিং কৌশল খাটিয়ে তাকাশি বিভিন্ন নারীকে প্রেমের প্রস্তাব দিতেন।
পুলিশ বলছে, তিন নারীর কাছ থেকেই প্রতারণা করে এক লাখ ইয়েন উপহার নিয়েছেন তাকাশি। এর মধ্যে একজনের কাছ থেকে ২০ হাজার ইয়েন ভার্চ্যুয়াল মুদ্রা, ৩০ হাজার ইয়েন দামের স্যুট উপহার নিয়েছেন তিনি।
প্রেমিকাদের কাছ থেকে দামি উপহার নেওয়ার এই প্রতারণার বিষয়টি বেশি দিন চালাতে পারেননি তাকাশি। গত ফেব্রুয়ারি মাসে পুলিশের কাছে তাঁর প্রতারণার বিষয়ে অভিযোগ আসে। তাঁর কয়েকজন প্রেমিকা একজোট হয়ে তাঁকে শিক্ষা দেওয়ার বিষয়টি ঠিক করেন। তাঁরাই পুলিশের কাছে প্রতারণার বিষয়টি জানিয়ে দেন।
তবে আইনজীবীর সঙ্গে কথা না বলা পর্যন্ত এ বিষয়ে মুখ খুলবেন না জানিয়েছেন অভিযুক্ত তাকাশি মিয়াগাওয়া।