ভারতে প্রবেশ করায় পাকিস্তানি কবুতরের বিরুদ্ধে এফআইআর

কবুতর
কবুতর   © ফাইল ফটো

ভারতে অনুপ্রবেশ করায় পাকিস্তানি একটি কবুতরের বিরুদ্ধে এফডআইআর করতে চায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বর্তমানে কবুতরটি পাঞ্জাবের খানগড় থানায় আছে।

জানা গেছে, গত শনিবার কবুতরটি অমৃতসর জেলার রোড়াওয়াল সীমান্ত পারি দিয়ে এক বিএসএফ সদস্যের ঘাড়ে এসে বসে। ওই কবুতরের পায়ে একটি চিরকুট ছিল৷ সেখানে একটি ঠিকানা লেখা ছিল।

অমৃতসার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ধ্রুব ডাহিয়া জানান, কবুতরের বিরুদ্ধে এফআইআর করা যায় কিনা সেটি জানা নেই। তবে আমরা এই বিষয়ে আইনজীবীদের সাথে কথা বলব। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ