১৪ এপ্রিল ২০২১, ১৯:৪০
করোনা মোকাবেলায় বাংলাদেশকে ১০৪ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক
করোনা মোকাবেলা ও করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে ১০৪ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। তিনটি চুক্তির আওয়তায় এই পরিমাণ অর্থ দেবে সংস্থাটি।বুধবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনটি চুক্তির আওতায় এই পরিমাণ অর্থ দিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বর চুক্তিতে সই করেছেন।
এ প্রসঙ্গে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের সাধারণ মানুষকে টিকা দেয়া যাবে। টিকা নিশ্চিত করা গেলে করোনা মোকাবেলা করে অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে।