উপবৃত্তির জন্য যেকোন একাউন্ট ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা
দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির জন্য মােবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিং একাউন্ট ব্যবহার সংক্রান্ত এক নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
স্কীম পরিচালক শরীফ মাের্তজা মামুন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর আওতায় সমন্বিত উপবৃত্তি কর্মসূচি (HSP)-এর মাধ্যমে ২০২১ সালের ৬ষ্ঠ, নবম ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য যে কোন মােবাইল ব্যাংকিং একাউন্ট/যেকোন তফসিলি ব্যাংকের অনলাইন ব্যাংকিং একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবে অর্থাৎ এটি সম্পূর্ণ উন্মুক্ত।
“এ অবস্থায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিকট সরাসরি উপবৃত্তির অর্থ প্রেরণের লক্ষ্যে শিক্ষার্থীগণকে দেশে প্রচলিত যে কোন মােবাইল ব্যাংকিং একাউন্ট/যে কোন তফসিলি ব্যাংকের অনলাইন ব্যাংক-এর একাউন্ট নম্বর ব্যবহারের জন্য অনুরােধ করা হলাে।”
নির্দেশনায় আগামী ২৩ এপ্রিলের মধ্যে HSP MIS এ উপবৃত্তির তথ্য এন্ট্রি এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে অনুরােধ করা হয়েছে।