স্কুলে মহানবীর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ইংল্যান্ডে বিক্ষোভ

স্কুলে মহানবীর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ইংল্যান্ডে বিক্ষোভ
স্কুলে মহানবীর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ইংল্যান্ডে বিক্ষোভ  © সংগৃহীত

ইংল্যান্ডের ব্যাটলি গ্রামার ক্লাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ করেছে সুসলিম কমিউনিটি। বৃহস্পতিবার স্কুলের বাইরে কয়েক শ লোক জড়ো হয়ে ওই শিক্ষককে বরখাস্ত করার দাবি জানিয়েছে।

স্কুলটির প্রধান শিক্ষক গ্যারি কিবল ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং তদন্ত না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন। গ্যারি বলেন, ‘স্কুলটি প্রতিনিধিত্বকারী সব সম্প্রদায়ের সমর্থনে এগিয়ে নিয়ে যেতে চায়’।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিক্ষোভের সময় স্কুলের কাছাকাছি রাস্তাটি স্বল্প সময়ের জন্য বন্ধ ছিল। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, এই কার্টুন সমগ্র মুসলিম সম্প্রদায়কে অপমানিত করেছে। এ ঘটনার জন্য প্রধান শিক্ষককে মৌখিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান তাদের।

এর আগে ২৯ বছর বয়সী ধর্মীয় স্টাডিজের এই শিক্ষক গত সোমবার ক্লাসে ছাত্রদের কাছে চিত্রটি দেখিয়েছিলেন। পরে বৃহস্পতিবার রাতে অনলাইনে তার নাম প্রকাশিত হলে নিরাপত্তার জন্য পুলিশ তাকে সরিয়ে নেয়। যদিও ব্রিটেনের শিক্ষা অধিদপ্তরের জাতীয় নির্দেশিকাও হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুনগুলোকে বিশেষভাবে সম্বোধন করে না।


সর্বশেষ সংবাদ