২৬ মার্চ ২০২১, ১০:২৩

করোনা নিয়ে আশার বাণী শোনালেন বিল গেটস

বিল গেটস  © সংগৃহীত

২০২২ সালে শেষ নাগাদ করোনামুক্ত হয়ে বিশ্ব আবারো স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। পোল্যান্ডের স্থানীয় দৈনিক গ্যাজেটা ওয়বোরকজা ও টেলিভিশন চ্যানেল টিভিএন২৪-কে দেয়া সাক্ষাতকারে তিনি এই আশার বাণী শোনান।

করোনা মহামারিকে একটি অবিশ্বাস্য দুঃখজনক ঘটনা অবহিত করে বিল গেটস জানান, এ ক্ষেত্রে তার চোখে সবচেয়ে ভালো খবর হলো টিকা প্রাপ্তির সুবিধা। ২০২২ সালের শেষে আমাদের অবশ্যই পুরোপুরি স্বাভাবিকে ফিরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী, সমাজসেবী এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস অনেক দিন ধরেই চলমান মহামারি ও জলবায়ুর পরিবর্তন নিয়ে সরব হয়েছেন। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে ভ্যাকসিনের গবেষণায় দিয়েছেন ১৭৫ কোটি ডলার। এ সাহায্য পাবে কিছু টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, করোনা শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবনকারী ও সম্ভাব্য চিকিৎসা উদ্ভাবনকারী।