করোনা নিয়ে আশার বাণী শোনালেন বিল গেটস
২০২২ সালে শেষ নাগাদ করোনামুক্ত হয়ে বিশ্ব আবারো স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশাপ্রকাশ করেছেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। পোল্যান্ডের স্থানীয় দৈনিক গ্যাজেটা ওয়বোরকজা ও টেলিভিশন চ্যানেল টিভিএন২৪-কে দেয়া সাক্ষাতকারে তিনি এই আশার বাণী শোনান।
করোনা মহামারিকে একটি অবিশ্বাস্য দুঃখজনক ঘটনা অবহিত করে বিল গেটস জানান, এ ক্ষেত্রে তার চোখে সবচেয়ে ভালো খবর হলো টিকা প্রাপ্তির সুবিধা। ২০২২ সালের শেষে আমাদের অবশ্যই পুরোপুরি স্বাভাবিকে ফিরে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বের অন্যতম সফল ও ধনী ব্যবসায়ী, সমাজসেবী এবং মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস অনেক দিন ধরেই চলমান মহামারি ও জলবায়ুর পরিবর্তন নিয়ে সরব হয়েছেন। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে ভ্যাকসিনের গবেষণায় দিয়েছেন ১৭৫ কোটি ডলার। এ সাহায্য পাবে কিছু টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান, করোনা শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবনকারী ও সম্ভাব্য চিকিৎসা উদ্ভাবনকারী।