চীনের ভ্যাকসিন নিয়ে মুখে পক্ষাঘাতের মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া!
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৮:৩৭ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২১, ০২:২৭ PM
হংকংয়ে চীনের তৈরী করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের প্রথম ডোজ নেয়ার পর মুখের পক্ষাঘাত বা প্যারালাইজডের মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া অনুভূত হয়েছে। এ অবস্থায় সবাইকে তাদের পছন্দ অনুযায়ী ভ্যাকসিন নেয়ার অনুমতি দেওয়া উচিত বলে মনে করছে হংকংয়ের চিকিৎসা বিশেষজ্ঞরা। সেখানে এখন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া আটটি এমন ঘটনার প্রমাণ পাওয়া গেছে।
সর্বশেষ তথ্য মতে হংকংয়ে মোট করোনভাইরাস সংক্রমিত হয়েছে ১১ হাজার ৩৭৯ ও ২০৩ জন মারা গেছেন। আক্রান্তের বেশিরভাগ বিদেশ থেকে আগত বলে জানা গেছে।
সেখানে রবিবার আক্রান্ত নতুন চারজন মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, বাংলাদেশ এবং কানাডা থেকে আগত। অন্য চারজন স্থানীয় ট্রান্সমিশন ছিলেন।
ভ্যাকসিন প্রতিক্রিয়া সম্পর্কিত একটি অফিসিয়াল প্যানেলের সহ-আহ্বায়ক অধ্যাপক ইভান হাং ফ্যান-এনগাই বলেছেন, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর বিশ্রামের জন্য অর্ধ-দিন বা একদিনের ছুটি নেয়া উচিত।
তিনি বলেন, যারা সিনোভ্যাকের বা বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার পরে হালকা পার্শ্বপ্রতিক্রিয়া যেমন অস্থিরতা এবং মাথা ঘোরা অনুভূত হয়েছে তাদের দ্বিতীয় ডোজ গ্রহণের আগে চিকিত্সার পরামর্শ নেওয়া উচিত। তবে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে মুখের পক্ষাঘাতের মতো আরও গুরুতর লক্ষণগুলির দ্বারা আক্রান্ত হলে এই মুহূর্ত থেকে আর ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হংকং ইউনিভার্সিটির মেডিসিনের ক্লিনিকাল অধ্যাপক হাং বলেন, খুব শীঘ্রই ভ্যাকসিনগুলির সংমিশ্রণের ফলাফলের বিষয়ে একটি গবেষণা শুরু করা হবে। তারা বিশ্বাস করেন যে এটির আরও ভাল ফলাফলের সম্ভাবনা রয়েছে।
এইচকিউ কমপক্ষে ৫০ জনকে এই গবেষণায় নেবে। প্রথমে নেয়া হবে যারা ফাইজার-বায়োনেটেক ভ্যাকসিনের ইনজেকশন নিয়েছেন এবং ২৮ দিন পরে সিনোভ্যাকের ভ্যাকসিন গ্রহণকারীদের নিয়ে গবেষণা করা হবে।
সূত্র: সাউথ চায়না মরনিং পোস্ট