বিমানে উঠতে গিয়ে কয়েকবার হোঁচট খেলেন প্রেসিডেন্ট বাইডেন (ভিডিও)
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৪:১১ PM , আপডেট: ০৬ মে ২০২৪, ০৭:১০ AM
সিঁড়ি বেয়ে বিমানে ওঠার সময় কয়েকদফা হোঁচট খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন। শুক্রবার (১৯ মার্চ) আটলান্টায় যাওয়ার উদ্দেশ্যে বিমানে উঠতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাইডেনের শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
এক ভিডিওতে দেখা যায়, বিমানের সিঁডির রেলিং ধরে উপরে ওঠার এক পর্যায়ে প্রথম হোঁচট খান বাইডেন। তাৎক্ষণিকভাবে সামলে নিলেও কয়েকটি পদক্ষেপের পর ফের পড়ে যান। সেখান থেকে আবারও হাঁটা শুরু করলে তৃতীয় দফায় হোঁচট খান তিনি। এবার আর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি ৭৮ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। পড়ে যান সিঁড়ির ওপর। নিয়ন্ত্রণ সামলে আবারও উঠে দাঁড়িয়ে একটু ক্ষান্ত নেন। বাঁ পায়ের হাঁটুতে একটু হাত বুলিয়ে নেন। পরে একটু সময় নিয়ে আবারও উপরে উঠতে শুরু করেন তিনি। তবে এসময় দু’হাতে রেলিংয়ে ভর দিয়ে কিছুটা ধীরে-সুস্থে বাকি অংশটা পার হন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট বাইডেনের হোঁচট খাওয়া ও পড়ে যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়। হোয়াইট হাউস থেকে জানানো হয়, বাতাসের গতির কারণেই এমনটা হয়েছে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জ্যাঁ পিয়েরে বলছেন, তখন খুব বাতাস হচ্ছিল। ওপরে উঠতে বেশ বেগ পেতে হচ্ছিল। তিনি (প্রেসিডেন্ট বাইডেন) শতভাগ ঠিক আছেন।
প্রেসিডেন্ট বাইডেন কোনো ডাক্তার দেখিয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জ্যাঁ পিয়েরে বলেন, যতোটা আমি জানি- তাতে এতোটুকুই আমি আপনাদের বলতে পারি যে, তিনি খুবই ভালো আছেন। তিনি ভালো বোধ করছেন।
এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় প্রেসিডেন্ট বাইডেনের এই হোঁচট খাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছিল। কারণ গত নভেম্বরে নিজের পোষা কুকুরের সঙ্গে খেলা করার সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন তিনি। এতে পায়ে চোট পেয়েছিলেন বাইডেন।