১৯ মার্চ ২০২১, ২৩:১০

শিক্ষার্থীদের কাছে উগ্রবাদবিরোধী রচনার আহবান সিটিটিসির

  © সংগৃহীত

স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উগ্রবাদবিরোধী রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (১৯ মার্চ) শিক্ষার্থীদের কাছ থেকে রচনা পাঠানোর আহবান জানায় সংস্থাটি।

তিনটি ক্যাটাগরির মধ্যে ‘ক’ গ্রুপে (কলেজ) একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য রচনার বিষয়বস্তু থাকবে ‘সহিংস উগ্রবাদের বিস্তার রোধে বাঙালি সংস্কৃতির লালন ও সুকুমার বৃত্তির চর্চার প্রয়োজনীয়তা’ লেখাটি হতে হবে ৪৫০০ থেকে ৫০০০ শব্দের মধ্যে। ‘খ’ গ্রুপে (মাদ্রাসা) ন্যূনতম অষ্টম শ্রেণির জন্য রচনার বিষয়বস্তু থাকবে ‘প্রকৃত ধর্মীয় শিক্ষা উগ্রবাদী চেতনার পরিপন্থী’ লেখাটি হতে হবে ৪৫০০ থেকে ৫০০০ শব্দের মধ্যে। ক্যাটাগরির ‘গ’ গ্রুপে (স্কুল) অষ্টম, নবম ও দশম শ্রেণির জন্য রচনার বিষয়বস্তু থাকবে ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা’ লেখাটি হতে হবে ৩৫০০ থেকে ৪০০০ শব্দের মধ্যে।

রচনা পাঠানোর শেষ তারিখ ৫ এপ্রিল, বিকাল ৫টা। রচনা পাঠানোর ঠিকানা- প্রকল্প পরিচালক, বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প, কক্ষ নম্বর ৪০৭, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ভবন, ৩৬ মিন্টো রোড, ঢাকা। এছাড়াও ইমেইল করা যাবে dcrnd.ct@dmp.gov.bd এই ঠিকানায়।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এই রচনা প্রতিযোগিতাটি আয়োজন করেছে।

রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে ডিএমপির ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে।