এ-লেভেল পরীক্ষার ফল আগের ফলের গড়ে

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাসের কারণে এ বছর ইংল্যান্ডে জিসিএসই ও এ-লেভেল পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার পরিবর্তে বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন শিক্ষকরা। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার পরিবর্তে এসাইনমেন্ট, রচনা এবং কোর্স চলাকালীন নেয়া পরীক্ষার ফলাফলের সমন্বয় করে শিক্ষার্থীদের গ্রেড দেয়া হবে। আগামী আগস্ট মাসের পূর্বেই এই ফলাফল প্রকাশ করা হবে।

দেশটির স্কুলমন্ত্রী নিক গিব বলেন, চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের গ্রেড দিতে সরকার সবথেকে ভালো পদ্ধতিটি বাছাইয়ের চেষ্টা করেছে। শিক্ষার্থীরা যাতে ন্যায্য ফলাফল পায় তা নিশ্চিত করা হবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন, করোনার কারণে কোনো শিশুর পিছিয়ে পরা উচিৎ নয়। এ কারণেই সরকার একটি ন্যায্য ও সহনশীল পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফলাফল নির্ধারণ করবে। এরফলে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার পরবর্তী ধাপে পৌঁছে যেতে পারবে।


সর্বশেষ সংবাদ