স্কুল হোস্টেলে করোনা আক্রান্ত ২২৯ শিক্ষার্থী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

ভারতের এক স্কুল হোস্টেলের ২২৯ শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে ওই হোস্টেলের ৪ শিক্ষকও করোনায় আক্রান্ত হয়েছেন।

মহারাষ্ট্রের ওয়াশিম জেলার দেগাঁওয়ের একটি আদিবাসীদের জন্য নির্মিত ভাবনা স্কুলে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, হোস্টেল খোলার পর কয়েকজন শিক্ষার্থীর মধ্যে করোনা লক্ষণ পাওয়ায় স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করে এবং প্রাথমিক ভাবে ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরে স্কুলের ক্লাস ৫ থেকে শুরু করে ক্লাস ৯ পর্যন্ত মোট ৩২৭ শিক্ষার্থীকে করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২৯ জনের করোনা শনাক্ত হয়।

যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৫১ জন শিক্ষার্থী মহারাষ্ট্রের অমরাবতীর, ৫৫ জন শিক্ষার্থী যবত্মাল ও বাকি শিক্ষার্থীরা হলেন ওয়াশিম, হিঙ্গোলি, বুলধন ও অকোলা জেলার।


সর্বশেষ সংবাদ