এবার সামরিক বাহিনীতে নিয়োগ পাবেন সৌদি নারীরা

  © সংগৃহীত

সৌদি আরবে এখন থেকে পুরুষের পাশাপাশি নারীরাও সশস্ত্র বাহিনীতে যোগ দিতে পারবেন। আজ রোববার রাষ্ট্রীয় নিয়োগ পোর্টালে সশস্ত্র বাহিনীর জন্য বিজ্ঞপ্তিতে নারী ও পুরুষের আবেদনের সুযোগ রাখা হয়েছে। আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

দেশটির সেনাবাহিনী, রাজকীয় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী, রাজকীয় সৌদি নৌ বাহিনী, রাজকীয় সৌদি কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী ও সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসে সৈনিক থেকে সার্জেন্ট পদমর্যাদায় জনবল নিয়োগ দেওয়া হবে। নির্দিষ্ট শর্ত অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে সব আবেদনকারীকে।

তবে নারীদের ক্ষেত্রে আলাদা কিছু মানদণ্ড দেওয়া হয়েছে। নারী আবেদনকারীদের অবশ্যই ২১ ও ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। আর উচ্চতা থাকতে হবে ১৫৫ সেন্টিমিটার। তারা কোনো সরকারি কর্মকর্তা হতে পারবেন না। যারা বিবাহিত ও সৌদি নাগরিক নন—তারা এতে আবেদন করতে পারবেন না।


সর্বশেষ সংবাদ