১৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৭

কাশ্মীরে শান্তি ফিরিয়েছে মোদি সরকার: অমিত শাহ

অমিত শাহ  © ফাইল ফটো

বিজেপি নেতা ও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীরে শান্তি ফিরিয়েছে মোদি সরকার। এর আগে সেখানে শুধুই গোলা-গুলির আওয়াজ শোনা যেত। শুধুই ছিল হিংসা। এখন যেমন বাংলায় শোনা যায়।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীর এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জম্মু ও কাশ্মীর পুর্নগঠন বিল নিয়ে দেশটির বিরোধী দলগুলোর একাধিক সাংসদের আশঙ্কা, এই বিল পাস হলে জম্মু-কাশ্মীর কখনই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে না। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে বিরোধীদের সমালোচনায় অমিত শাহ বলেন, ‘এই বিলে কোথাও লেখা নেই জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে না।’

অমিত শাহ আরো বলেন, জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা পাওয়া না পাওয়ার সঙ্গে এই বিলের কোনো সম্পর্কই নেই। শুধু মাত্র বিরোধিতা করার জন্য সব কিছু নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন।

সূত্র: এই সময়।