অনলাইনে কন্যাসন্তানকে বিক্রির চেষ্টা, দম্পতি আটক

  © প্রতীকী ছবি

কন্যাসন্তানকে বিক্রির অভিযোগে মিসরে এক দম্পতিকে আটক করা হয়েছে। মেয়েকে বিক্রি করতে আগ্রহীর সঙ্গে অনলাইনে দরকষাকষির প্রমাণ মিলেছে ওই কন্যাসন্তানের মায়ের মোবাইল ফোনের অডিও বার্তায়। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফনিউজের খবরে একথা জানানো হয়েছে।

তদন্ত অভিযান শেষে পুলিশ এমন অভিযোগে সত্যতা পেয়েছে।

মিসরের পুলিশ জানায়, কেনা শহরের নাগা হাম্মাদিতে মেয়েটির মা ও কায়রোর মাতারিয়্যায় বাবা থাকতেন। কায়রোর আল ওয়ালি এলাকার একজনের কাছে মেয়েকে কিছু অর্থের বিনিময়ে বেচে দিতে চাইছিলেন ওই দম্পতি।

মেয়েটির মায়ের মোবাইল ফোনে পুলিশ বহু লিখিত ও অডিও কথাবার্তা পায়। যে কথপকথনে মেয়েকে বিক্রির বিষয়টি স্পষ্ট হয়।

স্বামী স্ত্রী দুজনই এই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন। অভাবে পড়ে এমন অপরাধের দিকে ধাবিত হতে চেয়েছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন তারা।

তাঁরা দুজন যে ওই মেয়ের অভিভাবক, জন্মসনদের মাধ্যমে তা-ও প্রমাণিত হয়।


সর্বশেষ সংবাদ