বাংলাদেশে করোনা টিকা ট্রায়াল করতে চায় ‘ভারত বায়োটেক’

ভারতের তৈরি ভ্যাকসিন
ভারতের তৈরি ভ্যাকসিন  © ফাইল ফটো

ভারতের তৈরি করোনা ভাইরাসের টিকা ‘ভারত বায়োটেক’ বাংলাদেশে তাদের ট্রায়াল করতে চায়। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা ইতোমধ্যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে পাঠানো হয়েছে। খবর রয়টার্সের।

রয়টার্স তাদের প্রতিবেদনে লিখেছে, চলতি মাসেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ভারত বায়োটেকের করোনা টিকা দেশটিতে প্রয়োগ করা হবে। সম্প্রতি সংস্থাটি তাদের তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন করেছে। তবে সেটির চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রকাশ করেনি তারা।

রয়টার্স তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে লিখেছে, বাংলাদেশের আইসিডিডিআরবি ‘ভারত বায়োটেক’র পক্ষে এই ট্রায়াল চালাতে চায়। তবে এ বিষয়ে আইসিডিডিআর,বি-এর কোনো কর্মকর্তা এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ