বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩২

হামলার স্থান
হামলার স্থান  © সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে দু’টি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় দুপুরে রাজধানীর বাব আল-শারজি এলাকায় তয়রান স্কয়ারের কাছাকাছি পোশাকের একটি ব্যস্ততম মার্কেটে এ হামলা হয়। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল জাজিরাকে জানান, প্রথম বোমা হামলাকারী বাজারের ভেতর দ্রুত ঢুকে নিজেকে অসুস্থ বলে দাবি করেন যেন লোকজন তার কাছাকাছি জড়ো হয়। এরপরই তিনি বোমার বিস্ফোরণ ঘটান।

লোকজন যখন প্রথম বোমায় আক্রান্তদের চারপাশে জড়ো হয়েছিল তখন দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটান আরেক হামলাকারী।


সর্বশেষ সংবাদ