ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন

সেরাম ইনস্টিটিউটে ছড়িয়ে পড়া আগুন
সেরাম ইনস্টিটিউটে ছড়িয়ে পড়া আগুন  © সংগৃহীত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পুনেতে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে সেরাম ইনস্টিটউটের মঞ্জরি প্ল্যান্টে এই আগুন লাগে। ১ নম্বর টার্মিনালের গেটের পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন বাড়িটির দু’টি তলায় দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অগ্নিনির্বাপণ বাহিনীও পৌঁছে যায় ঘটনাস্থলে। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় সেরামের টিকা প্রস্তুতকারী জায়গাটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সূত্র: আনন্দবাজার।


সর্বশেষ সংবাদ