মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলেন বাইডেন

জো বাইডেন
জো বাইডেন  © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথমদিনেই কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। জো বাইডেন বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শপথ নেয়ার প্রথমদিনেই জো বাইডেন ১৫টি নির্বাহী আদেশে সই করেন। তার এ সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসনের নীতি পুরোপুরি উল্টে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জো বাইডেন সাবেক ট্রাম্পের সময়কার আরো যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তিনি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। ফলে দেশটি আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিত হবে।


সর্বশেষ সংবাদ