শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বেলজিয়াম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের ওয়ালোনিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরিধানের নিষেধাজ্ঞা আইন বাতিল করেছে দেশটির সরকার। আগামী সেপ্টেম্বর থেকে এই অঞ্চলের নারী শিক্ষার্থীরা হিজাব পরিধান করতে পারবেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গত বছরের জুন মাসে বেলজিয়ামের সাংবিধানিক আদালত জানায়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব ও ধর্মীয় পোশাক পরিধানের নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকার পালনে হস্তক্ষেপের শামিল নয়।

আদালতের এ ঘোষণার পর বেলজিয়ামের হিজাব পরিধান বিষয়ক অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীরা মুসলিম নারীদের হিজাব পরিধানের অধিকার আদায়ে সক্রিয় হয়ে ওঠে। তাদের সেই আন্দোলনের প্রেক্ষিতে ওয়ালোনিয়া অঞ্চলে হিজাব পরিধানের অনুমোদন দেওয়া হয়।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড


সর্বশেষ সংবাদ