কুড়িয়ে পাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দিলেন কলেজছাত্র

টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়ার সময়
টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়ার সময়   © সংগৃহীত

কুড়িয়ে পাওয়া ১ লাখ ৬২ হাজার টাকা ফেরত দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে মোটরসাইকেলে করে শেরপুর শহরে আসার পথে খোয়ারপাড় হামিদা কাবাব ঘরের সামনে টাকার একটি বান্ডেল রাস্তার উপর পড়ে থাকতে দেখেন তিনি। এসময় মোটরসাইকেল থামিয়ে টাকার বান্ডেলটি উঠিয়ে নেন আরিফ।

পরে তার চাচা শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদারের কাছে ঘটনাটি জানান। এরপর আবদুল আলীম মিডিয়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও কবি তালাত মাহমুদের শরণাপন্ন হন। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়।

এদিন বিকেলে শেরপুর শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম অফিসে টাকার প্রকৃত মালিক, সিঁথি অটো পার্টসের স্বত্বাধিকারী ও নৌহাটা মহল্লার বাসিন্দা শিবু চন্দ্র দত্তকে ডেকে এনে ১ লক্ষ ৬২ হাজার টাকার বান্ডেলটি বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, আরিফুল ইসলাম শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া তালুকদার বাড়ির মোহাম্মদ আলী তালুকদারের পুত্র।  


সর্বশেষ সংবাদ