পাকিস্তানের আদালতে ‘কুমারীত্ব পরীক্ষা’ বন্ধের নির্দেশ
ধর্ষণের শিকার নারীদের ‘টু ফিঙ্গার টেস্ট’ এর মাধ্যমে ‘কুমারীত্ব পরীক্ষা’র বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদালত। বুধবার (৬ জানুয়ারি) বিবিসির এব প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, টু ফিঙ্গার টেস্ট এর মাধ্যমে যেভাবে কুমারীত্ব পরীক্ষা হয় তার বৈজ্ঞানিক ভিত্তি নেই দাবি করে পাঞ্জাবের আদালতে দুটি আবেদন করে মানবাধিকার কর্মীরা। তারপর এই আদেশ দেয়া হয়।
এ প্রসঙ্গে লাহোর হাইকোর্টের বিচারক আয়েশা মালিক জানান, এ ধরনের পরীক্ষা অমানবিক। এ ধরনের পরীক্ষার কোনো ফরেনসিক মূল্য নেই।
আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী উকিল সামিরা খোসা বিবিসিকে জানান, তিনি আশা করেন এই আদেশের ধারাবাহিকতায় ‘কুমারীত্ব পরীক্ষা’ চিরতরে বন্ধ করে দেয়া হবে।
২০১৩ সালে ভারত এই পরীক্ষা বন্ধ করে। বাংলাদেশে বন্ধ করা হয় ২০১৮ সালে । একই বছর আফগানিস্তানেও এই পরীক্ষা বন্ধ করা হয়।