০৭ জানুয়ারি ২০২১, ১১:৩৪

ট্রাম্প সমর্থকদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় এখন পর্যন্ত চার জন নিহত হয়েছেন। ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও গোলাগুলির মধ্যে তাদের মৃত্যু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অধিবেশন চলাকালে হঠাৎ করেই ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিতে এক নারীর মৃত্যু হয়। পরে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে হামলায় যে নারী নিহত হয়েছেন তিনি ট্রাম্পের কড়া সমর্থক ছিলেন বলে জানিয়েছেন তারা স্বামী। নিহত নারীর নাম ব্যাবিট। ডেইলি মেইল ব্যাবিটের স্বামীর জানায়, তার স্ত্রী ১৪ বছর মার্কিন বিমান বাহিনীতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা হিসেব দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি ছিলেন মহান দেশপ্রেমিক।

হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভঙ্গ করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদরে মধ্যে গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।