অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর আটকে দিল লন্ডনের আদালত
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া আটকে দিয়েছেন লন্ডনের একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ সোমবার এক প্রতিবেদনে জানায়, অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি এবং তাঁর ‘আত্মহত্যা করার’ ঝুঁকি বিবেচনায় নিয়ে ডিস্ট্রিক্ট জাজ ভেনেসা বেরেসটা এই রায় দিয়েছেন।
৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জ ২০১০ এবং ২০১১ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন।
অনুসন্ধানী সাংবাদিকতার দিগন্ত উম্মোচনকারী জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর আইন লঙ্ঘন ও সরকারি কম্পিউটারে হ্যাকিংসহ অনেক অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। দোষ প্রমাণিত হলে উইকিলিকস প্রতিষ্ঠাতাকে কয়েক দশক কারাগারে কাটাতে হতে পারে। অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র শুরু থেকেই হস্তান্তরের জন্য চাপ প্রয়োগ করে আসছে। তবে অ্যাসাঞ্জ এর বিরুদ্ধে লড়ছেন এবং এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন।