একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ, রুটিন প্রকাশ

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য  © ইন্ডিয়া টাইমস

উচ্চ মাধ্যমিকের সঙ্গেই একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, একাদশের বার্ষিক এবং উচ্চ মাধ্যমিকের অধিকাংশ পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে দিনের প্রথম ভাগে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর পরে দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত একাদশের বার্ষিক পরীক্ষা হবে।

ইন্ডিয়াটাইমস জানিয়েছে, করোনার কারণে একদিনও একাদশ শ্রেণির ক্লাস হয়নি। যে কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাসের বোঝা হ্রাস করেছে সংসদ। এক্ষেত্রে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত সিলেবাস কাটছাঁট করা হয়েছে। আগামী বছর উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন। চলবে ৩০ জুন পর্যন্ত।

একাদশের লিখিত বার্ষিক পরীক্ষাও শুরু হবে ১৫ জুন। তবে পরীক্ষা শেষ হবে জুলাইয়ের প্রথমে। একাদশে প্রথম দিন অর্থাৎ ১৫ জুন হবে প্রথম ভাষার পরীক্ষা। ২ জুলাই শেষ দিন ইকোনমিক্স পরীক্ষা। পরীক্ষার রুটিন অনুসারে, ২০২১ সালের একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে জুলাই মাসে। তবে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ১০ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে স্কুলগুলিকে নিতে হবে।

করোনার পরিপ্রেক্ষিতে এবার অনেক কিছু বদলে গেছে। যে কারণে স্কুলগুলোকে নিজেদের দায়িত্বে ও ব্যবস্থাপনায় প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয় নির্ধারণ করে তা শেষ করতে বলা হয়েছে। তবে প্রয়োজনে সূচি পরিবর্তন করা হতে পারে বলেও জানিয়ে দিয়েছে সংসদ। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে এ পরিবর্তন প্রসঙ্গে আগাম সূচিত করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি।

করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বিনা পরীক্ষায় বা মূল্যায়নে পাস করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। তবে স্কুল খুললে এবং ফের স্বাভাবিক পঠনপাঠন চালু হলে সবার আগে পুরনো ক্লাসের সম্পূর্ণ সিলেবাস শিক্ষক-শিক্ষিকাদের রিভাইস করাতে হবে। তার পরে নতুন ক্লাসের সিলেবাস অনুসারে পঠনপাঠন শুরু হবে। এমনই বলা হয়েছে নির্দেশিকায়।


সর্বশেষ সংবাদ