দিল্লির আন্দোলন থেকে বাড়ি ফিরে আত্মহত্যা কৃষকের

গুরলভ সিংহ
গুরলভ সিংহ  © সংগৃহীত

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেয়া এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

গত শুক্রবার আন্দোলনস্থল থেকে পাঞ্জাবের ভাটিণ্ডা জেলায় নিজের বাড়ি ফিরেন ওই কৃষক। গত রোবববার তার লাশ উদ্ধার করে পুলিশ।

আত্মঘাতী ওই কৃষকের নাম গুরলভ সিংহ (২২)। তিনি ভাটিণ্ডা জেলার দয়ালপুরা মির্জা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানিয়েছে, দিল্লিতে চলমান কৃষক আন্দোলনে শামিল ছিলেন ওই কৃষক। গত শুক্রবার আন্দোলনস্থল থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। এর দুদিন পর আত্মহত্যা করেন তিনি।

বিষাক্ত কিছু খেয়ে গুরলভ আত্মহত্যা করেছেন বলে ধারণা তদন্তকারীদের। তবে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কৃষক গুরলভ ৬ লাখ টাকার মতো ঋণ ছিলেন। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন কিনা, না এর পেছনে অন্য কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগেও দিল্লির উপকণ্ঠে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের মৃত্যুর খবর পাওয়া গেছে। পথদুর্ঘটনা বা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পাশাপাশি আন্দোলনস্থলে তীব্র ঠাণ্ডায় মারা গেছেন এক কৃষক। এরপরও কৃষি আইনটি প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। [সূত্র: আনন্দবাজার পত্রিকা]


সর্বশেষ সংবাদ