বাংলাদেশি ক্রিকেটারের নামে বদলে গেল ইংল্যান্ডের স্টেডিয়াম
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কেনিংটন ওভাল স্টেডিয়ামে বিশেষ সম্মান পেলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতন। লকডাউনের সময় বাচ্চাদের সক্রিয় থাকতে সাহায্য করায় তার নামে কেআইএ ওভালের নাম বদলে রাখা হয়েছে ‘কেআইএ শহীদুল আলম রতন ওভাল’, যা বহাল থাকবে ২৪ ঘণ্টা।
বর্তমানে লন্ডন ক্রিকেট চ্যারিটির নেতৃত্বে রয়েছেন শহীদুল আলম রতন। কোভিড-১৯ মহামারির সময়টাতে তৃণমূলের ক্রীড়াকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সম্মানিত করতে নানা উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের প্রায় পৌনে দুইশ বছরের পুরোনো স্টেডিয়াম কেনিংটন ওভাল। যেখানে লকডাউনে প্রশংসনীয় অবদান রাখায় বাংলাদেশের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান শহীদুল আলম রতনকেও যুক্ত করা হয়েছে।
করোনা লকডাউনের বাচ্চাদের সক্রিয় রাখতে একটি ডিজিটাল এক্টিভিটি জোন তৈরি করেছিল ক্যাপিট্যাল কিডস ক্রিকেট। এসবের দেখভাল করেছেন শহীদুল আলম রতন। বিশেষ করে মানসিকভাবে বিপর্যস্ত শিশু যেমন রিফিউজি শিশুদের নিয়ে ভার্চুয়াল সেশন, রেগুলার কুইজসহ পারিবারিক পরামর্শের ব্যবস্থাও করেছিলেন তিনি। তার এ কাজের স্বীকৃতি দিয়েছে কেনিংটন ওভাল।
রতন বলেছেন, ‘এত বড় সম্মান পাওয়ার খবরটি সত্যিই অসাধারণ। ওভালের মতো ঐতিহাসিক স্টেডিয়াম আমার নামে নামকরণ করা অনেক বড় সম্মান, শুধু ইংল্যান্ড নয়, পুরো ক্রিকেটীয় বিশ্বে।’
২০০১ সালে বিসিবিতে তরুণ কোচ হিসেবে চাকরি নেন। এখানে বিভিন্ন বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেন তিনি। এরপর চলে যান মালয়েশিয়াতে। সেখানে দেশটির যুব দলের কোচ হিসেবে কাজ করেছেন বিশ্বকাপে।
মালয়েশিয়া থেকেই রতনকে লন্ডনে নিয়ে যায় ক্যাপিটাল কিড ক্রিকেট। শুরুতে তাদের গেম ডেভেলপমেন্ট কর্মকর্তা ও কোচ হিসেবে কাজ করলেও গত কয়েক বছর ধরে প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন তিনি।