১৩ ডিসেম্বর ২০২০, ১২:৫৬

বিয়ের রাতে সিগারেট জ্বালিয়ে ঘুমিয়েছিলেন বর, সকালে মিলল মরদেহ

নববধূর সঙ্গে নীলাদ্রি চক্রবর্তী  © আনন্দবাজার

বৌভাতের সকালে অস্বাভাবিক মৃত্যু হল বরের। শনিবার সকালে নিজের ঘর থেকে উদ্ধার হয় নীলাদ্রি চক্রবর্তী (২৬) নামে সদ্য বিবাহিত যুবকের। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নেতাজিনগর থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, গত ১০ ডিসেম্বর বিয়ে হয় নীলাদ্রির। শুক্রবার গভীর রাত পর্যন্ত নিজের ঘরেই বন্ধুদের সঙ্গে পার্টি চলে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় ওই ঘর থেকেই। ধোঁয়ায় ভরা ছিল ঘর। পুলিশের প্রাথমিক অনুমান, সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন ওই যুবক। সেখান থেকে কোনওভাবে বালিশে আগুন লেগে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ঘর। বন্ধুদের সঙ্গে মদ্যপান করায় তাঁর হঁশ ছিল না বলেই ঘুমের মধ্যে দমবন্ধ হয় মৃত্যু হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নীলাদ্র্রির বন্ধুদেরও। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে নীলাদ্রির বাবা নিশীথ চক্রবর্তী ছেলেকে ডাকতে আসেন। দরজা খুলতে দেখেন নীলাদ্রি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেম। ঘর ধোঁয়ায় ভর্তি। সঙ্গে সঙ্গে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। পরে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কাটাপুকুর মর্গে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্যাস্টিক আলসারের রোগী ছিলেন ওই যুবক। যকৃতেও সমস্যা ছিল। শরীরে অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড ঢুকে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে।