১৩ ডিসেম্বর ২০২০, ১২:১৬

নাইজেরিয়ার স্কুলে বন্দুকধারীর হামলা, শতাধিক শিক্ষার্থী নিখোঁজ

হামলার পর স্কুলের বাইরে অভিভাবকদের ভিড়  © বিবিসি

নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। ঘটনার পর শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যে এ ঘটনা ঘটে বলে বিবিসি এক প্রতিবেদনে জানানো হয়েছে। গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুলটিতে প্রায় আটশ’ শিক্ষার্থী রয়েছে। এ ঘটনায় হতাহতের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার হঠাৎ বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে স্কুলে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এ সময় লোকজন ছুটোছুটি শুরু করে, অনেক শিক্ষার্থী ভয়ে পালিয়ে যায়। দেশটির নিরাপত্তা বাহিনী বলছে, হামলাকারীদের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলার কারণ জানাতে পারেনি তারা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে স্কুলের নিরাপত্তাকর্মীরা হামলাকারীদের বাধা দেন। এরপর পুলিশ হাজির হলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এক পুলিশ কর্মকর্তা গুলবিদ্ধি হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সময় শিক্ষার্থীরা স্কুলের দেয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয়রা দাবি করেছেন, বন্দুকধারীরা অনেক শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়া কতজন নিখোঁজ আছে, তা জানতে নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। যে অভিভাবকরা সন্তানদের বাড়িতে নিয়ে গেছেন, তা স্কুল কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও বলে দেয়া হয়েছে।