গাড়িতে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল সারমেয়কে, ভিডিও ভাইরাল
সারমেয়দের মতো অবলা প্রাণীর উপর নৃশংস অত্যাচারের ঘটনা বারবার শিরোনামে জায়গা করে নিয়েছে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি। ঘটনাস্থল ভারতের কেরালার এরনাকুলাম। কুকুরের উপর নির্মম অত্যাচারের ঘটনায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠিক কী হয়েছিল? বাষট্টি বছরের ইউসুফ নামে ওই বৃদ্ধের অভিযোগ, পথকুকুরটি নাকি এলাকায় প্রচণ্ড বিরক্ত করে। তা ঠিক কীরকমভাবে ওই অবলা প্রাণী বিরক্ত করে তাকে? সময়ে অসময়ে সে নাকি চিৎকার চেঁচামেচি করে। তাই তাকে এলাকাছাড়া করার সিদ্ধান্ত নেয় ওই বৃদ্ধ। মারধর করা হয় প্রথমে। তারপর ওই সারমেয়টিকে নিজের গাড়ির পিছনে বেঁধে ফেলে।
সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রচণ্ড গতিতে গাড়ি ছুটতে থাকে। আর তার সঙ্গে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া কুকুরটিকে। পথচারীরা অনেকেই এ ঘটনার সাক্ষী। তবে কেউই তাতে বিশেষ গুরুত্ব দেননি। তবে অখিল নামে এক বাইক চালক ঘটনাটি দেখে তাজ্জব হয়ে যান। তিনি প্রথমে ভেবেছিলেন কুকুরটি হয়তো কোনও কারণে গাড়িটিকে ধাওয়া করছে।
বাইক নিয়ে ওই গাড়িটির প্রায় কাছাকাছি পৌঁছানো মাত্রই তাঁর ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন কুকুরটি স্বেচ্ছায় গাড়িটির পিছন পিছন যাচ্ছে না। পরিবর্তে তাকে বেঁধে ওভাবে নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাটির ভিডিও করেন তিনি। তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ হন পশুপ্রেমীরা।
থানায় অভিযোগ দায়ের করেন অখিল। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে। পশু নির্যাতনের ধারায় অভিযুক্তের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। যদিও কিছুক্ষণ পর জামিনে মুক্তি পায় ওই বৃদ্ধ। তবে বৃদ্ধের কঠোর শাস্তির দাবিতে সরব পশুপ্রেমীরা।