বিশ্বের প্রভাবশালী গবেষকদের তালিকায় পাকিস্তানি প্রভাষক
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৩:২৩ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০, ০৩:২৩ PM
কম্পিউটারবিজ্ঞানে বিশ্বব্যাপী প্রভাবশালী গবেষকদের একটি তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের একজন প্রভাষক। শীর্ষ ১ শতাংশের মধ্যে জায়গা করে নেওয়া ওই প্রভাষকের নাম মুবাসির হোসেন রেহমানি।
আয়ারল্যান্ডের কর্ক ইনস্টিটিউট অব টেকনোলজির (সিআইটি) কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. মুবাসির হোসেন। তিনি পড়াশোনা করেছেন পাকিস্তানের মেহরান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে।
মুবাসির হোসেন রেহমানি ওয়্যারলেস নেটওয়ার্ক, ব্লকচেইন, কগনেটিভ রেডিও নেটওয়ার্ক ও সফটওয়্যার নেটওয়ার্ক নিয়ে কাজ করেন। তিনি অনেক আর্টিকেলই লিখেছেন। তাঁর গবেষণাকাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সেরা আর্টিকেলের জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।
গত নভেম্বরে প্রকাশিত যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাকিস্তান থেকে ৮১ জন আছেন। এর মধ্যে কায়েদে আজম বিশ্ববিদ্যালয় থেকে ১১ জন এবং হরিপুর বিশ্ববিদ্যালয়ের ৫ জন ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আছেন। [তথ্যসূত্র: ট্রিবিউন ডট কম]