ডিসেম্বরেও খুলছে না কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয়

প্রতীকী
প্রতীকী

চলতি বছরে আর রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস হচ্ছে না। করোনা পরিস্থিতিতে রাজ্যের পক্ষ থেকে আজ রবিবার ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন উপাচার্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন কলকাতার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বর মাসেও রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস করানোর মতো পরিস্থিতি নেই। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবতীয় প্রস্তাব পাঠানো হবে। বৈঠকে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে উপাচার্যদের অভিমতও জানা হয়েছে।

তিনি বলেন, আপাতত অনলাইনে ক্লাস চলমান থাকবে। তবে সেক্ষেত্রে সিলেবাসে কাটছাঁট হবে কিনা তা বিশ্ববিদ্যালয়গুলোই স্থির করবে বলে।

এদিকে করোনা পরিস্থিতিতে অনলাইনেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়েছে কলকাতার কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো। সেক্ষেত্রে আগামী দিনেও অনলাইনেই সাপ্লিমেন্টারি থেকে পরীক্ষা থেকে শুরু করে ইন্টারনাল পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো নেবে।

বৈঠকে এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় ক্লাস চালু করতে গেলে হোস্টেল খোলা আবশ্যক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে হোস্টেল ছেড়ে কিভাবে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে রাখা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে।


সর্বশেষ সংবাদ