ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বাংলাদেশের মডেল ইশরাত তন্বী
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৩:২৯ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২০, ০৩:২৯ PM
ভারতে শোবিজের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড হলো ফিল্মফেয়ার। এবার সেই ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস এ মনোনয়ন পেলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী ইশরাত তন্বী। তিনি গত দুই বছর ধরেই অবস্থান করছেন মুম্বইতে। সেখানেই ক্যারিয়ার শুরু করেছেন।
হিন্দি ভাষার ওয়েব সিরিজ ‘থারকিস্তান’-এ অভিনয়ের সুবাদে তন্বীকে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড- ২০২০’র বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে এমনটাই জানা গেছে। এছাড়া তন্বী নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।
এক ভিডিওবার্তায় তন্বী বলেন, “ফিল্মফেয়ার থেকে আমাকে মেইল করে মনোনয়নের বিষয়টি জানানো হয়েছিল কিন্তু আমার বিশ্বাসই হয়নি। পরে ফিল্মফেয়ারের ইনস্টাগ্রামের পেইজ থেকে আমার জন্য ভোট চাওয়া হয়েছে দেখে অবাক হয়েছি।
“আমি পুরস্কারটি যাতে অর্জন করতে পারি তার জন্য ভোট করবেন ও দোয়া করবেন।”
চলতি বছরের ১৬ ডিসেম্বর জমকালো আয়োজনে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে।
তন্বী বলছেন, “বিজয়ের মাসে বিজয়ের দিনে পুরস্কারটি হাতে পেলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।”
কয়েক বছর আগে বাংলাদেশে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছিলেন তিনি; তবে উল্লেখযোগ্য কোনও কাজে সুযোগ না পাওয়ায় ২০১৮ সালে মুম্বাইয়ের পাড়ি জমান।