বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড আমিরাতে
সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস কারখানার ওয়ার হাউসে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় আল ফাহাদ গার্মেন্টস কারখানার স্টোর রুমে ২৪ জন শ্রমিক কর্মরত অবস্থায় এ অগ্নিকাণ্ড হয়।
এ সময় অন্তত ১০০ টন কাপড় পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।
গার্মেন্টসটির মালিক শেফালী আক্তার আঁখি জানান, এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১ মিলিয়ন দিরহাম ক্ষতি হয়েছে। দ্বিতীয়তলায় আগুন লাগলে ১০টি ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, যদি নিচতলায় আগুন ছড়িয়ে যেত তাহলে আশপাশের ৫-৬টি কারখানা পুড়ে যেত।
শেফালী আক্তার আঁখি ও তার স্বামী মাজহারুল ইসলাম মাহবুব কারখানাটির মালিক। তাদের মাহবুব গ্রুপ অব কোম্পানিজ নামে আমিরাতে একটি শিল্প গ্রুপ রয়েছে।
এ গ্রুপের ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন আঁখি।