করোনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্য ক্রমেই বাড়ছে
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্য ক্রমেই বাড়ছে  © ইন্টারনেট

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ফের সর্বোচ্চ মত্যুর ঘটনা ঘটেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই প্রাণ গেল ১২ হাজার ৭ জনের। এর আগের দিন একদিনে প্রাণ হারায় ১১ হাজার ৭৩২ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১৪ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব মতে, একদিনে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ছয় লাখ ৯ হাজার ২০৪ জন। সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। একদিনে এক লাখ ৮০ হাজার ৯০৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে দিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩১ লাখের বেশি।

আর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ভারতে, মোট আক্রান্ত ৯২ লাখ ৬৬ হাজার। একদিনে দেশটিতে আক্রান্ত ৪৪ হাজারের বেশি। এছাড়া ব্রাজিলে একদিনে ৪৫ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৬৬ হাজারের বেশি।

এদিকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দুই হাজার ৩০২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬৮ হাজার ২১৯ জনে। আর ভারতে মোট মৃতের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। ব্রাজিলে এই সংখ্যাটা এক লাখ ৭০ হাজার ৭৯৯ জন।


সর্বশেষ সংবাদ