বাইডেনকে মোদির ফোন
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে বাইডেনকে ফোন করে মোদি এই অভিনন্দন জানান। এসময় তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখতে নয়া দিল্লির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
টেলিফোনে কথোপকথনের সময়ে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিসের উদ্দেশেও অভিনন্দন জানিয়েছেন মোদি। তিনি বলেছেন, আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য এ এক গর্বের বিষয়।
এক টুইট বার্তায় জো বাইডেনকে ফোন করার কথা জানান তিনি। টুইট বার্তায় মোদি লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে। তাকে শুভেচ্ছা জানিয়েছি। দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে আমরা দুজনেই আরও একবার দৃঢ় অঙ্গীকার করেছি। কোভিড মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, ইন্দো-পেসিফিক অঞ্চলের সহযোগিতার মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম জো বাইডেনকে বিজয়ী ঘোষণার পর জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। তখন এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আশারাখি ভারত ও আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে একত্রে কাজ করবে।’
বাইডেনের এই জয়কে তিনি দর্শনীয় হিসেবে উল্লেখ করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রতি বাইডেনের ইতিবাচক ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। মোদি বলেন, ভারত-আমেরিকা সম্পর্ক শক্তিশালী করে তুলতে আপনার অবদান গুরুত্বপূর্ণ ও অমূল্য ছিল। ভারত-মার্কিন সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমি আরও একবার আপনার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।