১৭ নভেম্বর ২০২০, ১২:১৯
চীনা ছাত্রীকে বাঁচাতে নদীতে ঝাপ দিলেন ব্রিটিশ কনসাল জেনারেল
নদীতে ডুবতে যাওয়া চীনা ছাত্রীকে বাঁচিয়ে এক অনন্য নজির গড়লেন চীনে কর্মরত ব্রিটিশ কনসাল জেনারেল। বেইজিংয়ের ব্রিটিশ দূতাবাস ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চীনে এক ছাত্রীকে নদীতে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছেন ৬১ বছর বয়সী ব্রিটিশ কনসাল জেনারেল স্টিফেন এলিসন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, একটি মোটর দুর্ঘটনার পর ওই ছাত্রী পানিতে পড়ে যান এবং ডুবতে শুরু করেন। ওই দৃশ্য ব্রিটিশ কনসাল জেনারেলের দৃষ্টি এড়ায়নি। তিনিও তিনি তাৎক্ষণিকভাবে নদীতে ঝাঁপিয়ে মেয়েটিকে রক্ষা করতে এগিয়ে যান।
ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, হংকংয়ে কঠোর নিরাপত্তা আইন আরোপের পর, বৃটেনের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটেছে। তবে জীবন রক্ষার এই নজির সেই কূটনৈতিক উত্তেজনাকে হার মানিয়ে কিছুটা হলেও দুটি দেশের সম্পর্কে স্বস্তি ফিরিয়ে এনেছে।