১৬ নভেম্বর ২০২০, ১১:২১

বাংলাদেশি যুবককে শ্বাসরোধে হত্যা দক্ষিণ আফ্রিকায়

  © প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবকের নাম মো. মিজানুর রহমান (২৪)। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মো. নুরুচ্ছফার ছেলে।

বাংলাদেশ সময় রবিবার বেলা দেড়টার দিকে দক্ষিণ আফ্রিকার নামপুলার সালাওতে তাঁকে হত্যা করা হয়।

মিজানুর রহমানের বড় ভাই মো. নাজিম উদ্দিন সূত্রে জানা যায়, মিজান ২০১৫ সালের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকায় যায়। তাদের প্রতিবেশী একজনের সঙ্গে সেখানে সবজির বীজ ও রড-সিমেন্টের ব্যবসা করত সে। রবিবার দুপুরের দিকে কিছু অর্থ নিয়ে ব্যবসায়িক অংশীদারের বাসা থেকে নিজের বাসার দিকে যাচ্ছিল সে। এ সময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিজান বাধা দিলে সন্ত্রাসীরা শ্বাসরোধে তাকে হত্যার পর অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রিদুয়ান উদ্দীন বলেন, রবিবার রাতে মিজানুর রহমানের হত্যার বিষয়টি স্বজনেরা জানতে পেরেছেন। ধারণা করা হচ্ছে, অর্থ ছিনতাইয়ে বাধা দেওয়ার কারণেই সন্ত্রাসীরা মিজানকে শ্বাসরোধে হত্যা করেছে। তাঁর পরিবারের লোকজন মিজানের লাশ দেশে এনে দাফনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।