জালিয়াতি করে জিতেছেন বাইডেন: ট্রাম্প

ডোনাল্প ট্রাম্প
ডোনাল্প ট্রাম্প  © ফাইল ফটো

ফুরিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির আলো। তাঁর কথা বা টুইটেও বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। রবিবার প্রথমবারের মতো তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন বলে মন্তব্য করেন। যদিও ভোট জালিয়াতি করে বাইডেন জয় পেয়েছেন বলে ওই টুইটে উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে ট্রাম্প জানান, হাল ছাড়েননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। স্পষ্ট করে বলেছেন, তিনি পরাজয় মেনে নেবেন না এবং লড়াই অব্যাহত থাকবে।

লড়াই অব্যাহত রাখতে চায় ট্রাম্পের সমর্থকরাও। আগের দিন তারই যেন একটি মহড়া হয়ে গেল রাজধানী ওয়াশিংটন ডিসির মহাসড়কগুলোতে। স্বভাবে উগ্র, আচরণে উচ্ছৃঙ্খল এসব সমর্থক গত শনিবার ‘ট্রাম্প ২০২০ : কোনো গোবর চাই না’, ‘ট্রাম্প ২০২০ : জীবনপন্থী, ঈশ্বরপন্থী, বন্দুকপন্থী’ বলে স্লোগান দেয়।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের সমর্থকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তবে ট্রাম্প সমর্থকদের এ চেষ্টা তাঁর প্রেসিডেন্সি রক্ষা করতে পারবে বলে মনে হয় না। কারণ ভোট জালিয়াতির যে তীর নিয়ে ট্রাম্প এখন খেলছেন, তা কোনো আদালতেই ধোপে টিকছে না।

তবে এ চ্যালেঞ্জ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। গতকাল এক টুইটে ট্রাম্প বলেন, ‘তিনি (বাইডেন) জিতেছেন কারণ ভোটে জালিয়াতি হয়েছে। ভোট পর্যবেক্ষণ বা নজরদারি করতে দেওয়া হয়নি। ভোট গণনা করেছে কট্টর বামপন্থী কোম্পানি ডমিনিয়ন। এদের কুখ্যাতি রয়েছে। এমন কিছু সরঞ্জাম এরা ব্যবহার করেছে, যা টেক্সাসে অনুপযুক্ত বলে বিবেচিত হয়েছে (আমি এখানে বিপুল ভোটে জিতেছি)। ভুয়া ও নীরব গণমাধ্যম কাজটি করেছে।’

এরপর আরেক টুইটে ট্রাম্প বলেন, ‘তিনি (বাইডেন) শুধু ভুয়া গণমাধ্যমের চোখেই জয়লাভ করেছেন। আমি কিছুই মেনে নিচ্ছি না। এখনো বহুদূর পথ পাড়ি দিতে হবে। এটি জালিয়াতির নির্বাচন!’ [সূত্র : বিবিসি, সিএনএন]


সর্বশেষ সংবাদ