আচমকা যাত্রীর সিট থেকে উঠে প্লেন চালিয়ে হাসির পাত্র নায়িকা (ভিডিও)
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১২:০১ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২০, ১২:০১ PM
কোনো প্রশিক্ষণ ছাড়াই প্রথমবার উড়োজাহাজে উঠে পাইলটের ভূমিকা দেখা যাবে ‘তিতলি’ সিরিয়ালের নায়িকাকে। ভারতীয় টেলিভিশন স্টার জলসার এ ধারাবাহিকটির প্রোমো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক টিম তিতলি। টিআরপি তালিকায় এতদিন সেভাবে সাড়া না ফেললেও আপাতত কলকাতায় টক অব দ্য টাউন ‘তিতলি’। আরিয়ান ভৌমিক ও মধুপ্রিয়া চৌধুরী অভিনীত ধারাবাহিকের প্রোমো দেখে মাথায় হাত দর্শকদের।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছোটবেলার পাইলট হওয়ার স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে যায় তিতলির, সেই সময়ই স্বামী সানিকে নিয়ে জীবনে প্রথমবার প্লেনে চড়েন। তবে বরের আশ্বাস, হেরে যেও না। ঠিক সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার। সেই কথা ফলে যেতে বেশি সময় লাগল না। আচমকাই বুকে ব্যথা নিয়ে চালকের সিট ছেড়ে উঠে পড়লেন পাইলট। সহকারী পাইলট অনেকখানি নীরব দর্শকের ভূমিকায়, ককপিটে তখন সানিকে সঙ্গে নিয়েই ঢুকে পড়ল তিতলি।
তারপর টপাটপ একের পর বটন টিপে ককপিটের দায়িত্বে সে! তাও বিনা প্রশিক্ষণে। বিমানের বাকি কর্মীরা নীরব দর্শকের ভূমিকায়। তিতলি কি পারবে যাত্রীদের প্রাণ বাঁচাতে? সেই প্রশ্নই ছুঁড়ে দেয়া হয়েছে প্রোমোতে। সিরিয়ালে ছোটবেলায় এক প্লেন ক্র্যাশের আওয়াজে তিতলির শ্রবণশক্তি নষ্ট হয়ে যায়। তার পাইলট হওয়ার স্বপ্নে মূল বাধা বধিরতা।
বাস্তব জীবনেও শ্রবণশক্তিহীন মানুষ পাইলট হওয়ার সার্টিফিকেট পেতে পারেন, পাঁচ ধরনের উড়োজাহাজ চালানোর ছাড়পত্র পান তারা। তবে প্রশিক্ষণ ছাড়া প্লেন চালানো কারোর পক্ষের সম্ভব নয়। তাই এই প্রোমো ঘিরে ব্যাপক বিদ্রূপের মুখে তিতলি। কিছুদিন আগে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে মরণাপন্ন রোগীকে বাঁচাতে ডিফিব্রিলেটরের জায়গায় বাথরুমের স্ক্রাবার ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে হাসির খোরাক হয় টিম কৃষ্ণকলি।