১৩ নভেম্বর ২০২০, ২২:২৮

এবার আক্রান্ত সালাহ

মোহাম্মদ সালাহ  © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মিশর জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল স্টার মোহাম্মদ সালাহ। শুক্রবার (১৩ নভেম্বর) তার সংক্রমণের খবর নিশ্চিত করেছে মিশরীয় ফুটবল ফেডারেশন।

মিশরীয় ফুটবল সংস্থাটি জানিয়েছে, জাতীয় দলে খেলার জন্য সবার করোনা টেস্টের নমুনা নেয়া হয়। নমুনা পরীক্ষায় জানা যায়, সালাহ করোনা আক্রান্ত। তবে তার মাঝে কভিড-১৯ এর কোনো উপসর্গ নেই। বাকি সদস্যদের ফলাফল অবশ্য করোনা নেগেটিভ এসেছে।

আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ে শনিবার টোগোকে আতিথ্য দেবে মিশর। মঙ্গলবার ফিরতি লেগে টোগোর বিপক্ষে খেলবে তারা। এই অবস্থায় সালাহকে থাকতে হবে আইসোলোশনে। ফলে জাতীয় দল তো বটেই লিভারপুলের হয়েও আগামী দুই ম্যাচে খেলা হচ্ছে না তার।

২১ নভেম্বর প্রিমিয়ার লিগে লিভারপুল খেলবে লিস্টারের বিপক্ষে। তার পরেই চ্যাম্পিয়নস লিগে ২৫ নভেম্বর আতালান্তার মুখোমুখি হবে রেডরা। ফলে তার না থাকার খবর ধাক্কা হয়ে এসেছে লিভারপুল শিবিরে।

প্রিমিয়ার লিগে এই মৌসুমে লিভারপুলের সবগুলো (৮টি) ম্যাচেই ছিলেন সালাহ। গোলও করেছেন ৮টি।