প্রেমিককে জানিয়ে ফেসবুক লাইভে দড়িতে ঝুলে আত্মহত্যা ছাত্রীর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ১১:৫১ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২০, ১১:৫১ AM
প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। সেই থেকেই ঘনিষ্ঠতা। বিয়েও ঠিক হয়েছিল তরুণ-তরুণীর। অভিযোগ, এরপরে পণের দাবিতে পাত্রপক্ষের পক্ষ থেকে ক্রমাগত চাপ দেওয়া হয় তরুণীর বাড়ির লোকেদের। তার জেরে ‘ফেসবুক লাইভ’ করে আত্মহত্যা করলেন নন্দিতা রায় (২১)। গত মঙ্গলবার রাতে ভারতের দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার নন্দিতার পরিবারের সদস্যরা অভিযুক্ত তরুণ ও তাঁর মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তরুণীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত বাবু দাস ও তাঁর মা প্রতিমাকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে নন্দিতা সুইসাইড নোট লিখে গিয়েছেন। খবর: আনন্দবাজার।
কলকাতা পুলিশে কর্মরত বাবু অবশ্য ‘ফেসবুক লাইভের’ বিষয়টি দ্রুত বংশীহারি থানায় জানান বলে দাবি করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বংশীহারির সিংহাদহের রাজাপুর এলাকার স্নাতকস্তরের ছাত্রী নন্দিতার সঙ্গে গঙ্গারামপুরের বেলবাড়ির বাসিন্দা কলকাতা পুলিশে কর্মরত বাবুর ফেসবুকে আলাপ হয়। তা থেকে বাড়ে ঘনিষ্ঠতা। ২৫ নভেম্বর তাঁদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল।
নন্দিতার স্বজন মনমোহন রায় অভিযোগ করেন, বিয়ে ঠিক হওয়ার সময় পাত্রপক্ষের পক্ষ থেকে কোনও দাবি নেই বলে জানানো হয়। কিন্তু বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে একের পর পণ ও যৌতুকের দাবি তোলা হয়। আর্থিকভাবে দুর্বল কন্যাপক্ষ সেই দাবি মেটাতে পারছিলেন না। ফলে বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়। বাবাকে লোকলজ্জার হাত থেকে মুক্তি দিতেই নন্দিতা এমন পদক্ষেপ করেছেন বলে দাবি করেন তাঁর বাড়ির লোকজন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাবুকে জানিয়ে ‘ফেসবুক লাইভ’ করে আত্মহত্যা করেন নন্দিতা। কলকাতা থেকে বাবু বিষয়টি বংশীহারি থানায় জানান। থানা থেকে রাতেই নন্দিতার বাড়িতে এক সিভিককর্মীকে পাঠানো হয়। সিভিকের কথা শুনে বাড়ির লোকজন দরজা ভেঙে নন্দিতার ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এসডিপিও দীপকুমার দাস জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।