ভারতের বিহারে ৫ আসনে জয়ী আসাদুদ্দিন ওয়াইসির দল

আসাদুদ্দিন ওয়াইসি
আসাদুদ্দিন ওয়াইসি  © কলকাতা২৪

ভারতে বহুদিন ধরেই জাতীয় রাজনীতিতে বহু চর্চিত একটি দল মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম)। আসাদুদ্দিন ওয়াইসিও বারবার উঠে এসেছে শিরোনামে। তবে তাঁর সীমাবদ্ধতা ছিল শুধুমাত্র হায়দরাবাদেই। সেখানেই চলত দলীয় কাজকর্ম। তবে এবার আস্তে আস্তে অন্যান্য রাজ্যেও পা রাখছে এই দল। ধীরে ধীরে সবার অলক্ষ্যেই বিস্তার করছে ওয়াইসির সংগঠন। এমনকি বাংলার নির্বাচনেও চোখ থাকবে তাদের দিকে।

বিহারের জেলাগুলোর মুসলিম ভোটব্যাঙ্কে বড় রকম ভাগ বসালেন। পাঁচটি আসনে জয়ী হয়েছে তাঁর দল। গণনা যখন শেষের দিকে, তখনও তাঁর দলের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওঠাএ সম্ভাবনা ছিল। বিহারে ২০টি আসনে লড়ে ৫টি আসন দখল করাটা যথেষ্ট গুরুত্বের বলে মনে করা হচ্ছে। এর মধ্যে চারটি আসনই পশ্চিমবঙ্গের নিকটবর্তী। মনে করা হচ্ছে আরও বেশ কয়েকটি আসনে এমআইএম মুসলিম ভোটে ভাগ বসানোর বিজেপির সুবিধা হয়েছে।

এসব আসনেরও অধিকাংশই পশ্চিমবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুরের লাগোয়া। বিহারে ভোটের প্রচারে গিয়েই ওয়েইসি ঘোষণা করেছেন, আগামী বছর তিনি বাংলার বিধানসভার ভোটের ময়দানে নামবেন। উল্লেখ্য, বছর কয়েক ধরে রাজ্যের অনেক জায়গায় সক্রিয় হচ্ছে এআইএমআইএম। এমনকি কলকাতার বেশ কিছু অঞ্চলেও এর প্রভাব রয়েছে বলে খবর রয়েছে।

পশ্চিমবঙ্গের লাগোয়া বিহারের আটটি বিধানসভা কেন্দ্র রয়েছে। কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার জেলার এই আটটি আসন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর বা মালদহের লাগোয়া। বিহারে এমআইএম এই আটটি আসনেই লড়েছে। বিহারের ভোটের ফল বলছে, এমআইএম যে পাঁচটি আসনে জিতেছে, তার মধ্যে এই এলাকার চারটি আসন রয়েছে। এর মধ্যে কিষাণগঞ্জের কোচাধামন, পূর্ণিয়ার অমৌর, বৈসি বাংলার উত্তর দিনাজপুর লাগোয়া। কাটিহারের বাহাদুরগঞ্জ উত্তর দিনাজপুর ও মালদহ লাগোয়া। সেটিও এমআইএম জিতে নিয়েছে।

উত্তর দিনাজপুরের লাগোয়া ঠাকুরগঞ্জের মতো একগুচ্ছ আসনে মুসলিম ভোট নিজের ঝুলিতে টেনে কোথাও আরজেডি, কোথাও কংগ্রেসের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে এমআইএম। ভোটের ফলপ্রকাশের পরে তাই লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এমআইএম-কে ‘ভোট কাটা পার্টি’ বলে তকমা দিয়েছেন। যদিও এই তকমা মানতে রাজি নন দলের প্রধান।

ভোট বিশেষজ্ঞ নরেশ কুমার শ্রীবাস্তব জানান, সীমান্ত অঞ্চলে মুসলিম ও যাদব ভোট ভাগাভাগি হয়ে গেছে। তাতে লাভ ঘরে তুলেছে বিজেপির নেতৃত্বাধীন জোট। তিনি বলেন, ‘মোদী ম্যাজিকের সঙ্গে এআইএমআইএমের দাপটের ফলে সীমাঞ্চলে ভোটের ফলাফল নির্ধারিত হল বলে মনে হচ্ছে।’ খবর: কলকাতা ২৪।


সর্বশেষ সংবাদ