বাইডেনকে নিজেদের বলে দাবি ভারতের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:০৭ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২০, ০৯:১০ PM
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন দেশটির ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত যোগ নিয়ে প্রবল আলোচনা চলছে ভারতে। বাইডেন নিজেই নাকি এক সময় এ কথা বলেছিলেন। ভারতের কয়েকটি গণমাধ্যমও বাইডেনের পূর্বপুরুষ ভারতে থাকতেন বলে দাবি করেছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নয়া প্রেসিডেন্ট নিজেই বিভিন্ন সময়ে জানিয়েছেন ভারতের মাটিতে তাঁর পরিবারের শিকড় রয়েছে। আর সেখান থেকেই উঠে এসেছে ভারতে থাকা কয়েকজন বাইডেন পদবীর মানুষের কথা। তার মধ্যে রয়েছে কলকাতার লা মার্টিনিয়ার স্কুলের প্রাক্তন এক প্রধান শিক্ষকেরও নাম। উঠে এসেছে মুম্বই এবং চেন্নাইয়ে বসবাস করা বাইডেনদের কথাও। আমেরিকার প্রেসিডেন্টের এই ভারত যোগের সূত্রপাত অবশ্য পাঁচ দশক আগে।
তবে যুক্তরাষ্ট্রের নয়া ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্পষ্ট ভারত যোগ রয়েছে। তাঁর মা চেন্নাই থেকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়েছিলেন। কমলার দাদু ছিলেন জওহরলাল নেহরুর অন্যতম সচিব। তবে ভারতীয় গণমাধ্যমে এখন আলোচনার শিরোনামে জো বাইডেন।
বেঙ্গালুরু ভিত্তিক ভারতীয় সংবাদমাধ্যম বাংলা হান্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪২ সালের ২০ নভেম্বর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটনে জন্মগ্রহণ করেন জো বাইডেন। বাবা জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র। মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান আইরিশ বংশোদ্ভূত। ১৯৭২ সালে মাত্র ৩০ বছর বয়সে নির্বাচিত হন আমেরিকার ইতিহাসে পঞ্চম সর্বকণিষ্ঠ সিনেটর হিসাবে। তখনই তিনি প্রচুর শুভেচ্ছাসহ চিঠি পান।
সেই চিঠিগুলির মধ্যেই একটি ছিল অন্য এক বাইডেনের। তিনি অবশ্য মার্কিন অধিবাসী নন। তিনি ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের বাসিন্দা। ২০১৩ সালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৩ সালে ভারতে এসে মুম্বইয়ে বণিক সভার অনুষ্ঠানে এই কথা ভাগ করে নেন তিনি।
মুম্বই থেকে পাওয়া চিঠির প্রসঙ্গ তুলে বলেছিলেন, ‘‘আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ মুম্বইতে (তখনকার বোম্বে) এসেছিলেন। শুনেছি তিনি এ দেশেই পাকাপাকি থেকে গিয়েছিলেন কোনও ভারতীয় মহিলাকে বিয়ে করে।”
অন্য এক সভায় তিনি বলেন, পূর্বপুরুষ জর্জ বাইডেন ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজের ক্যাপ্টেন। যদিও ইতিহাস বলছে, জর্জ নয় তার দাদা ক্রিস্টোফার ভারতে থেকে গিয়েছিলেন। ক্রিস্টোফারের ছেলে হেরেসিও এর সাথে কলকাতার যোগ রয়েছে।
শোনা যায়, লা মার্টিনিয়ার এক প্রধান শিক্ষকের পদবী ছিল বাইডেন। তবে সেই তথ্য এখনো প্রতিষ্ঠিত নয়। তবে লন্ডনের কিংস কলেজের অতিথি অধ্যাপক টিম উইলসি তার ‘গেটওয়ে হাউজ’ প্রবন্ধে দাবি করেছেন। সম্ভবত ক্রিস্টোফারই জো বাইডেনের পূর্বপুরুষ।