০৯ নভেম্বর ২০২০, ১৩:২৯

ট্রাম্পকে ডিভোর্স দিতে পারেন মেলানিয়া, বলছে ডেইলি মেইল

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প  © ইন্টারনেট

প্রেসিডেন্ট পদ হারানোর সঙ্গে সঙ্গেই আরও এক দুসংবাদ অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। স্ত্রী মেলানিয়া ট্রাম্প ডিভোর্স দিতে পারেন তাঁকে। এমনই তথ্য দিয়েছে ডেইলি মেইল। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যমটি ট্রাম্প প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে উদ্ধৃতি করে এ খবর দিয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, যে কোনও দিন বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

ওই কর্মকর্তা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তাঁর দাবি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো নয়, দীর্ঘদিন ধরে সম্পর্কে ফাটল ধরেছে। মেলানিয়া নির্বাচনের ফলাফল হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন বলে জানানো হয়েছে। এরপরই তিনি তাঁর সিদ্ধান্ত জানাবেন।

মেলানিয়ার সাবেক সহযোগী স্টেফনি ওয়োকঅফ ছিলেন ফার্স্ট লেডির উপদেষ্টা। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়া পৃথক ঘরে থাকতেন। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল শুধুমাত্র আর্থিক লেনদেনের। এই একই তথ্য দিয়েছেন মেলানিয়ার আরেক সহকর্মী ওমারোসা ম্যানিগল্ট নিউমান। তিনিও জানিয়েছেন, ট্রাম্প ও তাঁর স্ত্রীর সম্পর্ক খাদের কিনারায়, যে কোনও মুহুর্তে ভেঙে যেতে পারে।

ট্রাম্প-মেলানিয়ার ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ হতে চলেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরেই। এমন ইঙ্গিতই মিলেছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম। ওমারোসা জানিয়েছেন, সময় গুনছেন মেলানিয়া, যাতে ডিভোর্স দিতে পারেন। ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লেই তাঁকে ডিভোর্স দিতে চান মেলানিয়া।

মেলানিয়া ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী। এর আগের দুই স্ত্রী মার্লা ম্য়াপলস ও ইভানা মেরি ট্রাম্পের সঙ্গে বিয়ে ভেঙেছেন। ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার ‘শীতল’ সম্পর্ক এর আগেও প্রকাশ্যে এসেছে। যদিও মেলানিয়া এ সংক্রান্ত জল্পনা উড়িয়ে দাবি করেছেন, স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক তাঁর, কখনও ঝগড়া হয়নি।