সুদানের বিখ্যাত ক্বারি শেখ নুরাইন সড়ক দুর্ঘটনায় নিহত

নুরাইন মুহাম্মদ সিদ্দিক
নুরাইন মুহাম্মদ সিদ্দিক  © ফাইল ফটো

সুদানের বিখ্যাত কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় পবিত্র কোরআনের চারজন হাফেজ ছাত্রসহ গাড়িতে করে মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এ ঘটনায় তাঁর তিন ছাত্রেরও মৃত্যু হয়েছে। অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, সুদানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ওয়াদি হালফার ওমদুরমান শহর থেকে ১৮ কিলোমিটার দূরের একটি জায়গায় গাড়ি দুর্ঘটনার শিকার হন কারি শেখ নুরাইন মুহাম্মদ সিদ্দিক।

দেশটির ধর্মমন্ত্রী নাসেরুদ্দিন মুফরেহ এক ফেসবুক পোস্টে তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।তিনি বলেন, শেখ নুরাইন ও তার সঙ্গে থাকা তিন কোরআনে হাফেজের মৃত্যুতে আমি শোকাহত।

আদদুরি কিরাত বিশেষভাবে তেলওয়াতের জন্য বিশ্বজুড়ে তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকের বন্যা বয়ে যাচ্ছে।

মোহাম্মদ শাব্বা নামের একজন লিখেছেন, আমার প্রিয় কোরআন তেলাওয়াতকারী শেখ নুরাইন মোহাম্মদ আর নেই। আমি বিধ্বস্ত ও ব্যথিত।

মুসলিম ডেইলির এক টুইটার পোস্টে বলা হয়েছে, দুঃখজনকভাবে ক্বারি শেখ নুরাইন সড়কে নিহত হয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিন ও জান্নাত নসিব করুন


সর্বশেষ সংবাদ