নেভাদায় ৩ হাজারেরও বেশি কারচুপির অভিযোগ ট্রাম্প সমর্থকদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন  © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে এরই মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে জো বাইডেন। তবে একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের সম্ভাবনাও। কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট; এখন সেই প্রশ্ন সব জায়গাতে। দেশটির ছাড়াও পুরো বিশ্বের নজর এখন যুক্তরাষ্ট্রের নির্বাচনে।

এমন পরিস্থিতিতে এখন যে কয়টি অঙ্গরাজ্যের ভোট নিয়ে অপেক্ষার প্রহর বাড়ছে, তার মধ্যে একটি হলো নেভাদা। টানটান উত্তেজনার মধ্যেই এই অঙ্গরাজ্যে ট্রাম্পের রিপাবলিকান পার্টির সমর্থকরা এবার ভোট কারচুপির অভিযোগ তুলেছেন।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে নেভাদা রিপাবলিকান পার্টি একটি সুপারিশ পাঠিয়েছে, যেখানে ‘নির্বাচন কারচুপির অন্তত ৩ হাজার ৬২টি ঘটনা’ তুলে ধরা হয়েছে।

পার্টির পক্ষ থেকে এক টুইটে অভিযোগ তোলা হয়, অঙ্গরাজ্য থেকে অন্যত্র চলে যাওয়ার পর যারা ভোট দিয়েছেন, তারা কারচুপির সাথে জড়িত।

সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, নেভাদায় এখনো ভোট গণনা চলছে, এতে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মাত্র ১১ হাজার ৪০০ ভোটে এগিয়ে রয়েছেন। ওই অঙ্গরাজ্যের ৮৯% ব্যালট এখন পর্যন্ত গণনা শেষ হয়েছে।


সর্বশেষ সংবাদ