০৫ নভেম্বর ২০২০, ২৩:০৫

কেন্দ্রে ঢোকার চেষ্টা ট্রাম্প সমর্থকদের, ফিলাডেলফিয়ায় ভোট গণনা স্থগিত

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন কোরি লিওয়ানডস্কি ও প্যাম বান্ডি  © ইনকোয়ারার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষে অধিকাংশ রাজ্যের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে কয়েকটিতে শেষ মুহুর্তের ভোট গণনা চলছে। এরমধ্যে ফিলাডেলফিয়ার গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এরপর সেখানে ভোট গণনা বন্ধ করে দেয়া হয়েছে বলে দ্যা ফিলাডেলফিয়া ইনকোয়ারার জানিয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, ট্রাম্পের প্রচার দলের দুই সদস্য ফিলাডেলফিয়ার কনভেনশন সেন্টার ভোট গণনা কেন্দ্রে হাজির হয়েছেন এবং দাবি করেছেন, ভেতরে ঢোকার জন্য তাদের হাতে আদালতের নির্দেশ রয়েছে। পেনসিলভেনিয়ার এই শহরে ডাকযোগে আসা ব্যালট পত্রগুলো গণনা করা হচ্ছে।

কোরি লিওয়ানডস্কি ও প্যাম বান্ডি বলছেন, ‘আমরা এই মুহূর্তে এখানে ঢুকতে চাই এবং বৈধভাবে গণনা পর্যবেক্ষণ করতে চাই।’ তাদের অভিযোগ, কেন্দ্রের ভেতরে অস্ত্র ও পরিচয়পত্রধারী এক ব্যক্তি, যিনি পুলিশ নন, তিনি রিপাবলিকান প্রতিনিধিকে গণনার জায়গা থেকে ১০০ ফুট দূরে সরিয়ে রেখেছেন।

ওদিকে ট্রাম্প প্রচার দলের ম্যানেজার বিল স্টেপিয়েন সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা ‘মিথ্যে বলছে, জালিয়াতি করছে ও চুরি করছে। নানা ধরনের বেআইনি কাজকর্ম চলছে বলে তার অভিযোগ। তবে ভোট জালিয়াতির কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এনবিসি ফিলাডেলফিয়া জানিয়েছে, পেনসিলভানিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও সেখানে ব্যবধান ক্রমেই কমে আসছে। তিনি আর মাত্র এক লাখ ৪২ হাজার ভোটে এগিয়ে আছেন। এ অবস্থায় সেখানে আদালতের নির্দেশে মেইল-ইন ব্যালট গণনা বন্ধ করে দেয়া হয়েছে। ডেমোক্রেটিক পার্টির দুই কর্মকর্তা এনবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রিপাবলিকান দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে। সর্বশেষ আরো দুটি রাজ্যে জয় পেয়ে প্রেসিডেন্ট হওয়া দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছেন বাইডেন। তিনি মোট ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন।

আর ৬টি পেলেই প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাবেন বাইডেন। রিপাবলিকান দলীয় সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজ এই খবর দিয়ে বলছে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট। বাকি রাজ্যগুলোতে তিনি এগিয়ে থাকলেও নেভাদায় পিছিয়ে থাকায় বাইডেনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনে করছেন সবাই।

তবে নেভাদায় খুব সামান্য ব্যবধানে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কোনো কারণে বাইডেন রাজ্যটিতে পিছিয়ে গেছে জয়ী হতে পারেন ট্রাম্প। এছাড়া আরও কিছু বিষয় বিবেচনায় ডোনাল্ড ট্রাম্পেরও জোরালো সম্ভাবনা রয়েছে জয়ী হওয়ার। তবে সিনেটে দু’দলের অবস্থানই সমান, পেয়েছে ৪৮টি করে আসন। আর হাউসে ডেমোক্রেটদের দখলে ২০৮টি। আর রিপাবলিকানরা জিতেছে ১৯০টি আসনে।